(১) চাঁপাই নবাবগঞ্জ এক্সচেঞ্জ এর মহারাজপুর হইতে রামচন্দ্রপুরহাট পর্যন্ত ৪ (চার) কি:মি: নতুন লাইন সম্প্রসারণ
(২) চাঁপাই নবাবগঞ্জ হইতে আতাহির পর্যন্ত নতুন ক্যাবল সম্প্রসারণ সম্পন্ন। (৩) চাঁপাই নবাবগঞ্জে নতুন ২০০০ লাইন সম্প্রসারণ। (৪) চাঁপাইনবাবগঞ্জ জেলার মহারাজপুর ঘোড়া ষ্টান্ডে ২৫০ লাইনের নতুন এক্সচেঞ্জ-এর কাজ সম্পন্ন। (৫) মহারাজপুর ঘোড়াষ্টান্ড এক্সচেঞ্জের ক্যাবল কাজ সম্পন্ন।
|